• বেআইনি নির্মাণের অভিযোগে পড়ল নোটিশ, এবার কি ভাঙা পড়বে সন্দীপ ঘোষের প্রাসাদ?
    হিন্দুস্তান টাইমস | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • আরও দুর্যোগ ঘনাল আরজি কর মেডিক্যালের জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবার বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর বাড়িতে পড়ল পুরসভার নোটিশ। আগামী সপ্তাহের শুরুতেই পুরসভার আধিকারিকরা তাঁর বেলেঘাটার বাড়িতে পর্যবেক্ষণে যাবেন বলে চিঠিতে জানানো হয়েছে। এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে।


    পড়তে থাকুন - উৎসব নয়, পুজো হবে, অনুদান ফিরিয়ে জানাল আরজি করের নির্যাতিতার পাশের পাড়ার পুজো

    শুক্রবার বেলা ১২টার কিছু পরে কলকাতা পুরসভার ২ কর্মী সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির পাঁচিলে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসেন। কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর বদন রায় লেনের বাসিন্দা সন্দীপ ঘোষ। সিআইটি মোড়ের কাছে বিশাল চার তলা অট্টালিকা তাঁর। বালাজি নিবাস নামে সেই অট্টালিকারই একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে গত ১০ সেপ্টেম্বর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। সেই অভিযোগের তদন্তে নেমে কলকাতা পুর আইনের ৫৪৪ নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। নোটিশ দিয়েছেন কলকাতা পুরসভার জনৈক এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার। নোটিশে উল্লেখ করা হয়েছে সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সেখানে পরিদর্শনে যাবেন পুরসভার আধিকারিকরা। নোটিশে সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী সংগীতা ঘোষের। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হয়েছে সেকথা নোটিশ দিয়ে তাঁকে জানিয়েছে পুরসভা।


    বলে রাখি, আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছিলেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার। স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রীর দফতর, কোথাও অভিযোগ জানাতে বাকি রাখেননি তিনি। তার পরও প্রায় ২ বছর সন্দীপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি সরকার। কিন্তু তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর সন্দীপের ঘোষের গ্রেফতারিতে বদলে গিয়েছে পুরো ছবি। এখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জমা পড়তেই তড়িঘড়ি তদন্ত করতে ছুটছে তৃণমূল পরিচালিত পুরসভা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)