• প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি করে পালানোর সময় RPFএর হাতে ধরা পড়ল চোর
    হিন্দুস্তান টাইমস | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি করে পালানোর সময় চলন্ত ট্রেনে ধরা পড়ল চোর। বৃহস্পতিবার ভুবনেশ্বর – হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ঘটনা। তেলাঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি করে চোরাই মাল নিয়ে পালাচ্ছিল তারা। তখনই পড়ে যায় রেল পুলিশের নজরে।


    পড়তে থাকুন - উৎসব নয়, পুজো হবে, অনুদান ফিরিয়ে জানাল আরজি করের নির্যাতিতার পাশের পাড়ার পুজো

    হাওড়া আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভুবনেশ্বর – হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে টহলদারির সময় ২ সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান RPF জওয়ানরা। ট্রেন হাওড়ায় ঢোকার আগে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে উদ্ধার হয় সোনার গয়না ও প্রচুর রুপোর বাসন ও মুদ্রা। উদ্ধার হয়েছে বেশ কয়েক লক্ষ নগদও। এর পর ২ ব্যক্তিকে আটক করে হাওড়া জিআরপি থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। ধৃতরা জেরায় জানায় তারা তেলাঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমের বাড়িতে পরিচারকের কাজ করতেন। সেখান থেকে এই সামগ্রী চুরি করে পালাচ্ছিলেন তারা। এর পর ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


    ঘটনার কথা ইতিমধ্যে তেলাঙ্গানা পুলিশকে জানিয়েছে হাওড়া আরপিএফ। তেলাঙ্গানা পুলিশের একটি দল রাজ্যে এসে ২ চোরকে হেফাজতে নিতে পারে বলে সূত্রের খবর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)