• পুরুলিয়ায় ভেঙে পড়ল সেতু, হতাহতের খবর নেই
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মানবাজার: বৃষ্টিতে ভেঙে পড়ল সেতু। আজ, শুক্রবার বিকেলে পুরুলিয়ার বামনি মাঝিহিড়া অঞ্চলের কদমা গ্রাম সংলগ্ন চাকা নদীর উপর থাকা সেতুটি ভেঙে পড়ে। তবে ওই সময় সেতুর উপর কেউ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সেতুটি দীর্ঘদিনের। সম্প্রতি তার উপরে গজিয়েছিল গাছও। এমনকী ভেঙে পড়েছিল গার্ডওয়ালও। সেই জরাজীর্ণ সেতু দিয়েই রীতিমতো ঝুঁকি নিয়ে পারাপার করতেন মানুষজন। এরমধ্যে গত কয়েকদিন ধরে ওই এলাকায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তাতে চাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই ভেঙে পড়ল সেতুটি। মূলত বৃষ্টির কারণেই সেতুটি ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। এলাকাবাসীরা জানিয়েছেন, মানবাজার থেকে ওই পথ দিয়ে বামনি হয়ে পুরুলিয়া যাওয়া যায়। মাত্র দুটি বা একটি যাত্রীবাহী বাস চলে ওই পথে। ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষের একমাত্র ভরসা ওই ব্রিজটিই। মানবাজার সদর শহর আসতে গেলে এই পথ দিয়েই আসতে হয়। ফলে এদিন হঠাৎ করেই সেতুটি ভেঙে পড়ায় বেশ বিপাকেই পড়েছেন গ্রামবাসীরা। 
  • Link to this news (বর্তমান)