প্রাক্তন সেনাকর্মীর গলা কেটে খুনের ঘটনায় ৩৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রাক্তন সেনাকর্মী ও তাঁর ভাইকে প্রকাশ্যে কুপিয়ে খুনের পর কাটা মুণ্ড নিয়ে চা বাগানে তাণ্ডব চালিয়েছিল অভিযুক্তরা। জলপাইগুড়ির রায়পুর চা বাগানে ৩৪ বছর আগের সেই হাড় হিম করার ঘটনায় আজ, শুক্রবার ৪ জনকে যাবজ্জীবনের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটে ১৯৯০ সালের ১৭ মার্চ। অন্যান্য দিনের মতোই কাজ চলছিল ওই চা বাগানে। সকাল ৯টা নাগাদ চা বাগানের ফ্যাক্টরির কাছে ডেকে আনা হয় স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন সেনাকর্মী মনবধ নায়েক ও তাঁর ভাই শিবনাথ নায়েককে। এরপরই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে মালু ওরাওঁ, ধনসিং ওরাওঁ, সমা লোহার এবং ফাগু সহাসি সহ অন্যান্যরা।
মনবধ নায়েকের গলা কেটে ফেলা হয় বলে অভিযোগ। সেই দৃশ্য দেখে তাঁর ভাই পালানোর চেষ্টা করেন। পিছু ধাওয়া করে তাঁকেও ধরে ফেলে অভিযুক্তরা। এরপর তাঁকেও কুপিয়ে খুন করা হয়। জোড়া হত্যার পর মনবধ নায়েকের কাটা মুণ্ড নিয়ে চা বাগানে ঘুরে বেড়ায় অভিযুক্ত মালু ওরাওঁ। এই মামলার সরকারি আইনজীবী পার্থ চৌধুরী বলেন, দীর্ঘ ৩৪ বছর মামলা চলার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ির অ্যাডিশনাল সেশন জজ বিপ্লব রায় ৪ জনকে দোষী সাব্যস্ত করেন। এরপর আজ, শুক্রবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।