• পুজোর সপ্তাহে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা? জানাল আবহাওয়া দপ্তর
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি। তার আগে কলকাতার আকাশের মুখ ভার। নিম্নচাপের জেরে দিনভর টানা বৃষ্টির সাক্ষী শহরবাসী। এমন পরিস্থিতিতে আশঙ্কা দেখা দিয়েছে, এবারের পুজোয় কি ভিলেন হতে চলেছে বৃষ্টি? আজ, শুক্রবার আমজনতার এই প্রশ্নের উত্তর দিল আবহাওয়া দপ্তর।দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:


    এবছরে দেবীপক্ষের সূচনা হচ্ছে ২ অক্টোবর, ষষ্ঠী ৯ অক্টোবর। হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলা বজ্রপাত-সহ বৃষ্টিরও সাক্ষী থাকতে পারে। আবার ১০ অক্টোবর থেকে পরবর্তী ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আলিপুরের আবহাওয়া দপ্তরের তথ্য মোতাবেক সপ্তমী থেকে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ।উত্তরবঙ্গে আবহাওয়ার হাল-হকিকত:


    দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গও পুজোতে বৃষ্টির সাক্ষী থাকবে। ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকবে উত্তরবঙ্গ। কিছু জেলায় বজ্রপাত-সহ বৃষ্টিও হতে পারে। আবার ১০ অক্টোবর থেকে পরবর্তী ১৩ অক্টোবর পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জেলায় দাপট দেখাতে পারে বজ্রপাতও।
  • Link to this news (বর্তমান)