জানা গিয়েছে, অভিযুক্তের নাম সাগর শেখ। বাংলাদেশে নবাবগঞ্জের বাসিন্দা তিনি। ওই গৃহবধূ পরিবারের দাবি, বাংলাদেশ থেকে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে এসেছিলেন সাগর। চেন্নাইয়ে কাজ করতেন। ফেসবুকে ওই গৃহবধূর সঙ্গে আলাপ হয় তাঁর। নিয়মিত কথা হয় দু'জনে। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে এবং শেষে প্রেম।
অভিযোগ, সাগরের প্ররোচনাতেই ঘর ছেড়েছেন ওই গৃহবধূ। প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বাংলাদেশ। স্বামী আলমগীর বলেন, 'ফেসবুকের মাধ্যমে আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন বাংলাদেশের সাগর। আমি জানার পর শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম। তার পরে হঠাৎ ও বাড়ি থেকে পালিয়ে গেল'। জানান, ওদের খোঁজ দিতে পারলে, তাঁকে ১ লক্ষ পুরষ্কার দেব। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন লালবাগের মহকুমা পুলিস আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য।