লাগাতার বর্ষণের জেরে দার্জিলিংয়ে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ফুঁসছে তিস্তাও
প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: পুজোর মুখে লাগাতার বর্ষণের জেরে ফের ধস পাহাড়ে। বিভিন্ন এলাকায় যোগাযোগ বিছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই খবর। দুর্যোগে দুর্ভোগ বাড়ছে সাধারণের।
পাশাপাশি, নকশালবাড়ি, মাটিগাড়ার নিচু এলাকাগুলিতে জল জমেছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। একই সঙ্গে জলপাইগুড়ির দোমোহনি এলাকায় তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গজলডোবা ব্যারেজ থেকে ২৬৮৬.৫৮ কিউসেক জল ছাড়ায় তিস্তার জলস্তর অনেকটাই বেড়েছে। তিস্তার পাশাপাশি করলা নদীর জলস্তরও বাড়ছে।