• 'তোলাবাজি করে মেয়রের OSD', অভিষেকের অফিস থেকেই থানায় চিঠি, কী লেখা ছিল তাতে?
    হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এনিয়ে রীতিমতো অস্বস্তিতে ফিরহাদ। আর সেই অস্বস্তি বৃদ্ধির আর একটা বড় কারণ হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিস থেকেই সেই ওএসডির বিরুদ্ধে অভিযোগ করে চিঠি লেখা হয়েছিল। 

    সেক্সপিয়র সরণি থানার ওসিকে সেই চিঠি লেখা হয়েছিল। অয়ন ঘোষ দস্তিদার সেই চিঠি লিখেছিলেন। তিনি নিজের পরিচয় দিয়েছেন, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিসে তিনি কর্মরত। 

    এরপরই OSD কালিচরণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। লেখা হয়েছে, তিনি বর্তমানে কলকাতার মেয়রের ওএসডি। তিনি নিজেকে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী পরিচয় দিয়ে টাকা তুলছে, তোলাবাজি করছেন।ব্যবসায়ী, সরকারি কর্মচারী, সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি করছেন। তিনি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ এটা উল্লেখ করে তোলাবাজি করছেন। এমনকী কালিচরণ কোটি কোটি টাকা তুলছে বলে অভিযোগ জানানো হয়েছে। 

    বলা হয়েছে, ওই ব্যক্তি লোকজনের সঙ্গে দেখা করে বলছেন যে তাঁর সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠ যোগ রয়েছে। এরপর তাদের কষ্টের টাকা তিনি আদায় করে নিচ্ছেন। তিনি নিজেকে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি হিসাবে জাহির করছেন। বহু মানুষের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন যে তিনি অভিষেক ব্যানার্জির মাধ্যমে সুবিধা পাইয়ে দেবেন। কিন্তু তিনি কোনও প্রতিশ্রুতিই পালন করতে পারেননি কারণ অভিষেকের সঙ্গে তার কোনও যোগাযোগই নেই। 

    এরপর লেখা হয়েছে এই চিঠিকে আপনারা এফআইআর বলে গণ্য করবেন। সেই সঙ্গে ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশনের কাছেও একটি চিঠির কপি পাঠানো হয়েছিল।সেক্সপিয়র থানা এই চিঠিটি ২৬ সেপ্টেম্বর রিসিভ করেছিল। 

    এদিকে ফিরহাদের ওএসডির বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ।আর সেই চিঠি গেল একেবারে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে। তবে কি খেলা ঘুরছে? দ্বন্দ্ব কি বাড়ছে? তবে কি মেয়রের চেয়ারটার দিকে নজর পড়ল অন্য কারোর? 

    এদিকে এই অভিযোগ নিয়ে ফিরহাদ হাকিম বলেন,  ‘আমি আগে এটা কখনও শুনিনি। যদি কোনও অভিযোগ থাকে, তাহলে আমায় দিত। আমি তদন্ত করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আপনার কাছেই শুনলাম।'

    'যদি এরকম কোনও অভিযোগ থাকত, তাহলে আমায় বলতে পারত তো। একজন মানুষের নামে এমন কোনও অভিযোগ যদি আসে, যে অভিযোগের কোনও ভিত্তি নেই, তাঁকে কীভাবে সরিয়ে দেব আমি?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)