• জামুড়িয়ার কেন্দায় ধসের কারণে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কেন্দা এলাকায় ধসের কারণে পুনর্বাসনের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। শুক্রবার প্রথমে কেন্দা কোলিয়ারির এজেন্ট অফিসে বিক্ষোভ দেখানো হয়। এরপর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে জামুড়িয়া থানার চিচুড়িয়া মোড়ে সোনপুর বাজারে এরিয়া অফিসেও বিক্ষোভ দেখানো হয়েছে।


    বিক্ষোভকারীদের দাবি, ধসের জেরে এলাকায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তারপরও পুনর্বাসন নিয়ে ইসিএলের হেলদোল নেই। ধস পুনর্বাসন কমিটির নেতা নয়ন গোপ বলেন, পুনর্বাসন দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মানা হচ্ছে না। ধসে কোনও মানুষের মৃত্যু হলে ইসিএলের বিরুদ্ধে খুনের মামলা করা প্রয়োজন। ইসিএলের জনসংযোগ আধিকারিক পিনাকী চট্টরাজ বলেন, বিষয়টি স্থানীয় স্তরে দেখা হচ্ছে। তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করা হবে।
  • Link to this news (বর্তমান)