ক্যানিংয়ে আত্মঘাতী বধূ, আর জি কর পর্বে অন্য রূপ দিয়ে প্রচারের অভিযোগ
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার ক্যানিং থানার ডাবুতে ঘটেছে এই ঘটনা। মৃতের নাম লতিকা সর্দার। তবে এই আত্মহত্যার ঘটনাকে অন্য রূপ দিয়ে প্রচার শুরু করা হয় বলে অভিযোগ। আর জি কর কাণ্ডের রেশ ধরে ক্যানিংয়ের এই ঘটনাটিকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা শুরু হয়ে যায়। সেই সূত্র ধরে প্রতিবাদীদের একটি গ্রুপে বিষয়টি পোস্ট করে বলা হয়, ওই মহিলাকে ধর্ষণ করার পর পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দ্রুত তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে সকাল থেকে প্রচার করে উত্তেজনা তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ। তথ্য যাচাই না করে রাজনৈতিক চরিতার্থ কায়েম করতে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে অন্য রূপ দেওয়ার প্রয়াসকে ঘিরে নিন্দায় সরব হয়েছেন অনেকে। পুলিসের তদন্তেও অস্বাভাবিক কিছু উঠে আসেনি বলে জানা গিয়েছে। পুলিসের বক্তব্য, পুরোটাই আত্মহত্যার ঘটনা বলে মনে হয়েছে। পরিবারের তরফে সেরকম কোনও অভিযোগ থানায় দায়ের হয়নি।
এদিকে এই নিয়ে সরব হয়েছেন ক্যানিং পশ্চিম বিধায়ক পরেশরাম দাস। তিনি বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি করে প্রতিবাদীদের গ্রুপে যে বা যাঁরা পোস্ট করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসনের উচিত, সঠিক তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদিও এই নিয়ে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি নেতা স্বপন বৈদ্য বলেন, আসল ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামব।