• ঝাড়গ্ৰামে কিশোরীরে গায়ে কাদা ছোড়ার অভিযোগ
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম শহরের ১০নম্বর ওয়ার্ডে ১৫বছরের এক কিশোরীর শরীরে কাদা ছুড়ে মারার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঝাড়গ্ৰাম মহিলা থানায় বিষয়টি জানানো হয়েছে। কিশোরীর মা মমতা সুই বলেন, প্রতিবেশী সত্যেন্দ্রনাথ রথ বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি করছেন। এদিন সকাল সাড়ে ৮টার সময় আমার মেয়ে টিউশনি পড়ে বাড়ি ফিরছিল। সেইসময় কাদা ছোড়া হয়। ঝাড়গ্ৰামের ডিএসপি (ডিঅ্যান্ডটি) সব্যসাচী ঘোষ বলেন, পরিবারের তরফে বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিস এলাকায় গিয়েছিল। সমগ্ৰ ঘটনাটি অনুসন্ধান করে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)