• ভিনরাজ্যের চাকরিপ্রার্থীদের শাসিয়ে গ্রেপ্তার ২, উত্তেজনা শিলিগুড়িতে
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বাগডোগরা: দুই চাকরিপ্রার্থীকে হেনস্তা করার অভিযোগ ওঠে একটি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়। এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিস দুই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। 


    গত মঙ্গলবার আধা সামরিক বাহিনীতে চাকরির পরীক্ষা দিতে বিহার থেকে দুই পরীক্ষার্থী শিলিগুড়িতে এসেছিলেন। তাঁরা রানিডাঙায় একটি বাড়িতে ভাড়া নিয়েছিলেন। অভিযোগ, ওই সংগঠনের সদস্যরা নিজেদের পুলিসের গোয়েন্দা বিভাগের অফিসার পরিচয় দিয়ে সেই বাড়িতে প্রবেশ করে ওই দুই যুবককে হেনস্তা করে।  সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দা শুরু হয়। এরপর বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে ওই সংগঠনের সদস্য রজত ভট্টাচার্য ও গিরিধারি রায় নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস ও স্পেশাল অপারেশন গ্রুপ। পরে তাদের বাগডোগরা থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও শুক্রবার থানা থেকে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার সময় তারা জানায়, জাল সার্টিফিকেট বানিয়ে বাইরের রাজ্য থেকে ওরা পশ্চিমবঙ্গে এসেছিল চাকরির পরীক্ষা দিতে। এভাবে ভিনরাজ্যের লোকজন ভুয়ো নথিপত্র দিয়ে এই রাজ্যের বেকার ছেলেমেয়েকে চাকরি থেকে বঞ্চিত করছে। সেজন্য ওদের বকাঝকা করা হয়েছিল। ওদের পুলিসের হাতে তুলে দেওয়ার জন্যই যাওয়া হয়েছিল। গ্রেপ্তার করা হলেও বাংলার চাকরিপ্রার্থীদের জন্য এই আন্দোলন জারি থাকবে।
  • Link to this news (বর্তমান)