সংবাদদাতা, ইসলামপুর: লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। এবং অপর এক বাকি আরোহী জখম হয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মাদারিপুরে ৩১নং জাতীয় সড়কে। মৃত বাহানিয়া সিংহের (৪৫) বাড়ি ইসলামপুরের রামগঞ্জে। ইসলামপুর থেকে রামগঞ্জের দিকে যাওয়ার সময় তাঁর বাইকের পিছনে একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তাঁর সহযাত্রী অপর আরোহীর।