• চুরিকাণ্ডে গ্রেপ্তার দুই ব্যক্তি
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদের হাটপুকুরে একটি বাড়িতে চুরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত রমেশ বালা রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এবং ইমরান আলি হেমতাদের সমাসপুরের বাসিন্দা। গত ২৫ সেপ্টেম্বর হেমতাবাদের হাটপুকুরে একটি বাড়ি থেকে ল্যাপটপ, টাকা সহ অলঙ্কার চুরি যায়। লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। বৃহস্পতিবার রাতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রমেশ ওই বাড়ি থেকে জিনিসপত্র চুরির পর ইমরানের কাছে বিক্রি করেছিল। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে ইমরানের জামিন হয়। রমেশের ১৪ দিনের জেল হেফাজত হয়।
  • Link to this news (বর্তমান)