সংবাদদাতা, দিনহাটা: ওষুধ আনতে গিয়ে বাংলাদেশের সেনার হাতে আটক হয়েছে ছেলে আজাফফর শেখ। সেই খবরে আরও অসুস্থ হয়ে পড়লেন তিন মাস ধরে শয্যাশায়ী মহম্মদ আলী শেখ। শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে শুয়ে ছেলের জন্য দিন গুনছেন তিনি। শীঘ্রই ফিরবে আজাফফর। এই বলে বৃদ্ধকে সান্ত্বনা দিচ্ছে পরিবার। আটক আজাফফর শেখের ছেলে রফিকুল শেখ বলেন, ঠাকুরদার জন্যই রাতে বাবা ওষুধ কিনতে গিয়েছিল। তখনই তাকে বাংলাদেশ বর্ডার গার্ড আটক করে। শুক্রবার দাদুকে বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।