সংবাদদাতা, পতিরাম: প্রতিবেশী বধূর পরকীয়া তাঁর স্বামীকে জানিয়েছেন এক বধূ। এমন সন্দেহে প্রতিবেশী অন্তঃসত্ত্বা বধূকে মার প্রতিবেশী সেই বধূর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের ট্যাক্সিস্ট্যান্ড এলাকায়। প্রতিবেশীর হাতে মার খেয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বধূ। অভিযোগ, প্রতিবেশী দুই বধূর স্বামী ভিনরাজ্যে কাজে গিয়েছেন। এরমধ্যে এক বধূ অন্য যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে মজেছেন। ওই বধূর স্বামী ফোন করলেই ওয়েটিং দেখায়। এনিয়ে পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে স্বামীর সঙ্গে তাঁর অশান্তি হয়। প্রতিবেশী অন্তঃসত্ত্বা বধূ অন্য বধূর পরকীয় সম্পর্কের কথা তাঁর স্বামীকে জানিয়েছেন বলে সন্দেহ। এরপর কথা কাটাকাটির পর সে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগ পেয়েই বালুরঘাট থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।