• ১০ বিঘা গাঁজা খেত নষ্ট ভাঐরথানায়
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার ফের শীতলকুচির ভাঐরথানা পঞ্চায়েতের মাঘপালা-২ এলাকায় গাঁজা নিধনে নামল শীতলকুচি থানার পুলিস। প্রায় ১০ বিঘা জমির গাঁজা খেত নষ্ট করা হয়। শীতলকুচির মাঘপালা, ভোগদাবড়ি, ছোট শালবাড়ি চর এলাকায় বিপুল পরিমাণে গাঁজা চাষ হয়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, অবৈধ গাঁজা চাষ রুখতে ব্লকের বিভিন্ন এলাকাগুলিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)