• আগ্নেয়াস্ত্র সহ দিনহাটায় ধৃত ১
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: শুক্রবার আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিস। রথবাড়িঘাট শ্মশান সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিসের টিম। ধৃত ব্যক্তির কাছ থেকে ইপ্রোভাইস অটোমেটিক পিস্তল এবং একটি ৭.৬২ এমএম গুলি ও একটি গুলির খোল উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম বিপ্লব দাস। পুলিস দেখে পালিয়ে যাওয়া চেষ্টা করছিল একদল দুষ্কৃতী। একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। বাকিদের খোঁজ চলছে বলে পুলিস জানিয়েছে। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ঘটনার তদন্ত চলছে। ধৃতকে জেরা করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)