সংবাদদাতা, ফালাকাটা: শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ফালাকাটা স্টেশন থেকে গাঁজা উদ্ধার হয়েছে। সকালে তুফানগঞ্জ থেকে একটি এনবিএসটিসি-র বাস শিলিগুরি উদ্দেশ্যে যাওয়ার জন্য ফালাকাটা স্টেশনে দাঁড়ায়। সেখানে স্টেশন কর্মীরা নিয়ম মাফিক তল্লাশি চলালে বাসে সন্দেহজনক তিনটি ট্রলি দেখতে পান। তারা ট্রলি খুলে দেখেন, ভিতরে গাঁজা রয়েছে। ফালাকাটা স্টেশন আধিকারিক অরুণ চৌধুরী বলেন, আমাদের কাছে আগে থেকে নির্দেশ ছিল, দূরে যাওয়া গাড়িগুলিতে তল্লাশি চালানোর। তিনটি ট্রলি থেকে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেগুলি পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ফালাকাটা আই সি সমিত তালুকদার বলেন, গাঁজা উদ্ধার হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।