• মেচি নদীতে তলিয়ে গেলেন দুধ বিক্রেতা
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার নকশালবাড়ির বড় মণিরামজোতে দুধ নিয়ে নেপাল থেকে ভারতে ফিরতে গিয়ে মেচি নদীতে ভেসে গেলেন এক গোয়ালা। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিস উদ্ধার কাজ শুরু করে। তবে খরাস্রোত থেকে দেহ উদ্ধার সম্ভব হয়নি। পরে বিপর্যয় মোকাবিলা দল বিকেলে উদ্ধার কাজ শুরু করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ির তোতারামজোতের বাসিন্দা বিদ্যানন্দ রায়(৬০) নেপাল থেকে দুধ নিয়ে ভারতে ফিরছিলেন। ঘটনাক্রমে মেচি নদী পার হতে গিয়ে বিপত্তির মুখে পড়েন। এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে এলাকায়।
  • Link to this news (বর্তমান)