সংবাদদাতা, আলিপুরদুয়ার: জয়গাঁর মহাত্মা গান্ধী রোডে গাড়ির যন্ত্রাংশ কিনতে এসেছিলেন ভুটানের ফুন্টশোলিংয়ের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীকে অপহরণের ছক ভেস্তে দিয়েছে পুলিস। ঘটনায় পুলিস এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম স্যামুয়েল সুব্বা। ধৃতের বাড়ি জয়গাঁর ভানুভক্ত টোল এলাকায়। যদিও পুলিসি অভিযানের সময় তিন দুষ্কৃতী পালিয়ে যায়। পুলিস জানিয়েছে, ভুটানের ওই ব্যবসায়ীর নাম সোনম ছোপেন। ঘটনাটি বুধবার রাতে হলেও জয়গাঁর অতিরিক্ত পুলিস সুপার মানবেন্দ্র দাস শুক্রবার সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনাটি প্রকাশ্যে আনেন। জয়গাঁর অতিরিক্ত পুলিস সুপার বলেন, সময়মতো খবর মেলায় দুষ্কৃতীদের খপ্পর থেকে ভুটানের এক ব্যবসায়ীকে অপহরণের ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল বৃহস্পতিবার। আদালত ধৃতকে তিন দিনের পুলিস হেফাজত দিয়েছে। বাকি দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে। এই ঘটনায় ভারত-ভুটান সীমান্তের জয়গাঁয় চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর মুখে এমন ঘটনায় জয়গাঁয় ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জয়গাঁর এম জি রোডে ভুটানের ওই ব্যবসায়ী গাড়ির যন্ত্রাংশ কিনতে আসেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে জয়গাঁয় আসেন। গাড়ি থামতেই চার দুষ্কৃতী ঘিরে ধরে গাড়িটি। এরপর ব্যবসায়ী গাড়ি থেকে নেমে পড়েন। দুষ্কৃতীরা সেই ফাঁকে ব্যবসায়ীর গাড়িতে চালাকি করে কাফ সিরাপের একটি কার্টন ঢুকিয়ে দিয়ে বলে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা সাদা পোশাকের পুলিস। এখনই ১০ লক্ষ টাকা দিতে হবে। টাকা না দিলে বড় কেস দিয়ে জলপাইগুড়িতে চালান করে দেওয়া হবে। এমনকী জোর করে গাড়িতে চেপে বসে ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। গাড়িতে কাফ সিরাপ দেখে হতবাক হয়ে যান ভুটানের ব্যবসায়ী। দুষ্কৃতীরা যে পুলিস নয়, তিনি তখনই তা বুঝে গাড়ি থেকে নেমে ভুটানে থাকা বন্ধুদের ফোন করেন। ভুটান থেকে ব্যবসায়ীর বন্ধুরা জয়গাঁ থানায় ফোন করলে ওসি পালজার ভুটিয়ার নেতৃত্বে পুলিস অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।