নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের মধ্যে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি হয়েছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। পরিচালনা করছেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী। যদিও এই ‘স্পর্শকাতর’ বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন করল না দল। উল্টে দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল। শুক্রবার রাতেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, প্রান্তিক এবং রাজন্যাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।