• কেজরি, কেষ্টর দৃষ্টান্ত তুলে ধরে পার্থকে জামিনের আর্জি কোর্টে
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী নন। তাহলে কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না? হাইকোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় শুক্রবার এই মর্মেই সওয়াল করলেন তাঁর আইনজীবী। এ প্রসঙ্গে সম্প্রতি জামিন পাওয়া অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিশোদিয়া থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের (কেষ্ট) দৃষ্টান্তও তুলে ধরেন পার্থর আইনজীবী। যদিও এদিন কোনও ফয়সালা হয়নি। 


    এদিকে, নিয়োগ মামলায় এদিন সিবিআইকে লিখিত বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। সেই বক্তব্য তারা জমা দিতে পারেনি। এজন্য সিবিআইয়ের উপর রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ৩ অক্টোবর, পরবর্তী শুনানির সময় সিবিআইকে লিখিত আকারে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। ওইদিন পার্থর জামিন মামলারও শুনানি হবে। 
  • Link to this news (বর্তমান)