নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক গোছায় ৫০টি পান বিক্রি করার নির্দেশ ছিল। অভিযোগ, তারপরও সেই নির্দেশ মানা হচ্ছে না। আড়তদাররা অনেক বেশি পান কিনে নিয়ে যাচ্ছেন অথচ সেই তুলনায় দাম পাচ্ছেন না চাষিরা। শুক্রবার এই বিষয়ে আবারও বৈঠক করলেন কৃষি বিপণন মন্ত্রী। কিন্তু সমস্যার সমাধান হল না। এদিন পূর্ব মেদিনীপুর থেকে কোনও প্রতিনিধি আসেননি। তাই কোনও সিদ্ধান্তে আসা যায়নি। জানা গিয়েছে, পুজোর পর ফের বৈঠকে বসা হবে। জট না খুললে, বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।