• আরাবুল ঘনিষ্ঠের গাড়ি ভাঙচুর, তাণ্ডব চলল দলীয় কার্যালয়েও
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবারের পর শুক্রবার। এদিন রাতে ফের ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের এক ঘনিষ্ঠের উপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ভোজেরহাটের পার্টি অফিসে ঢুকে আলতু মোল্লা নামে তৃণমূলের ওই নেতাকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। এরপর ওই দুষ্কৃতীরা সেখানে তাণ্ডব চালিয়ে তছনছ করে দেয় বলে অভিযোগ। প্রসঙ্গত, এটি আরাবুলের কার্যালয় হিসেবে পরিচিত। রাতে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেন আলতু। এদিনের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল। তিনি এই ঘটনার পিছনে শওকত মোল্লার লোকজনের হাত রয়েছে বলে দাবি করেছেন। আরাবুল বলেন, গত কয়েকদিন ধরে আমার লোকজনদের হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনা তারই প্রতিফলন। রাজনৈতিক মহলের ধারণা, এদিনের এই ঘটনা আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
  • Link to this news (বর্তমান)