• আদিগঙ্গাকে রক্ষার শপথ
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শুক্রবার কেওড়াতলা শ্মশানের রাস্তায় এক সমাবেশের আয়োজন করেছিল সবুজ মঞ্চ। আদিগঙ্গা পুনরুজ্জীবনের দাবিতে নদী দিবসকে সামনে রেখে অঞ্চলের চারটি স্কুলের (সাহানগর হাইস্কুল, চেতলা গার্লস, দেশবন্ধু বালিকা বিদ্যালয়, কৈলাস বিদ্যামন্দির) পড়ুয়ারা অংশগ্রহণ করেন।। আদিগঙ্গাকে দূষণমুক্ত করা ও রক্ষা করার জন্য উপস্থিত সবাই শপথ বাক্য পাঠ করেন। ছাত্র , ছাত্রী, শিক্ষক  সহ পরিবেশ কর্মীরা মিছিল করে কালীঘাট মন্দির সংলগ্ন ‘মায়ের ঘাট’ পর্যন্ত যান। সেখানে আদিগঙ্গার সংস্কারের কাজ দেখেন। স্থানীয় দোকানদার, পুণ্যার্থীদের কাছে পুজো উপকরণ ও প্লাস্টিক গঙ্গায় ফেলা থেকে বিরত রাখার আবেদন জানিয়ে প্রচার ও প্রচারপত্র বিলি করা হয়।
  • Link to this news (বর্তমান)