• সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতি, ২ ভাইয়ের কারাদণ্ড
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি করণিক পদে চাকরির পরীক্ষায় ভুয়ো নথি দিয়ে ভাইয়ের হয়ে দাদা পরীক্ষায় বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষকদের হাতে ধরা পড়ে যায় দাদা। দীর্ঘ ১৪ বছর পর জামিনে থাকা বিহারের বাসিন্দা অভিযুক্ত দাদা ও ভাইকে শুক্রবার দোষী সাব্যস্ত করে দু’টি পৃথক ধারায় দু’বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক শেখ জাফর আলি। আদালতের মন্তব্য, দু’টি ধারার সাজাই একসঙ্গে চলবে। একইসঙ্গে তিনি তিন হাজার টাকা জরিমানাও করেন, অনাদায়ে আরও চার মাস জেলের ঘানি টানতে হবে তাদের। সরকারি কৌঁসুলি জে ত্রিবেণী রেড্ডি জানান, ২০১০ সালের ১২ ডিসেম্বর আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় দুই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করা হয়।
  • Link to this news (বর্তমান)