স্কুল কমিটির সম্পাদক প্রধান শিক্ষকই, জানাল বিকাশভবন
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি বা সম্পাদক হবেন প্রধান শিক্ষকই। নিজেদের ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর। সরকার পোষিত স্কুলের এই কমিটির সেক্রেটারি কে হবেন, তা নিয়ে সরকারি নির্দেশে তৈরি হয়েছিল ধন্দ। সম্প্রতি বাগুইআটির একটি স্কুলের পরিচালন কমিটি গঠনের জন্য একটি সরকারি নির্দেশিকা ঘিরে এই জটিলতা প্রথম প্রকাশ্যে আসে। তাতে বলা হয়েছিল, ম্যানেজিং কমিটির সেক্রেটারি প্রধান শিক্ষক ছাড়া অন্য কেউ হবেন। অথচ, বিধি অনুযায়ী সরকার পোষিত বা স্পনসর্ড স্কুলের সেক্রেটারি হওয়ার কথা প্রধান শিক্ষকেরই। এনিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন প্রশ্ন তোলে। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে বিকাশ ভবন থেকে বলা হয়েছে, আগের বিজ্ঞপ্তিটিতে ‘ক্লারিক্যাল মিসটেক’ ছিল। ম্যানেজিং কমিটির সেক্রেটারি হবেন প্রধান শিক্ষকই।