সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়ার দাশনগরের পর এবার উলুবেড়িয়ার চেঙ্গাইল। শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে গেলে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল। বৃহস্পতিবার রাতে মিল কর্তৃপক্ষের তরফে গেটের বাইরে ‘সাসপেনশন অব ওয়ার্ক’ নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পুজোর আগে এখানকার প্রায় ৭ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। শুক্রবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা এই নোটিশ দেখতে পান। জানা গিয়েছে, মাসখানেক আগে ল্যাডলো জুট মিলের মালিকানা বদল হয়। তারপর থেকেই নানা বিষয়ে শ্রমিক অসন্তোষ বাড়ছিল। এনিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের দ্বন্দ্বও ক্রমশ বাড়ছিল।