নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৭০ কেজি নিষিদ্ধ শব্দবাজি পরিবহণের অভিযোগে শুক্রবার এক ম্যাটাডর চালককে গ্রেপ্তার করল ওয়েস্টপোর্ট থানার পুলিস। কলকাতা পুলিসের ডিসি (পোর্ট) হরিকৃষ্ণ পাই জানিয়েছেন, নিষিদ্ধ শব্দবাজি বোঝাই ম্যাটাডর সহ গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে যে ব্যবসায়ীর নির্দেশে এই বাজি শহরে আনা হচ্ছিল তাঁকে এখনও গ্রেপ্তার করতে ব্যর্থ ওয়েস্টপোর্ট থানা।