নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল অ্যাপ বাইকের এক চালককে। ধৃতের নাম রাহুল বিশ্বাস। তিনি চেতলার বাসিন্দা। কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, ২৪ সেপ্টেম্বর বিকেলে নিউ আলিপুর থেকে যাদবপুর যাওয়ার সময় অভব্য আচরণ করে অভিযুক্ত বাইক চালক বলে অভিযোগ। মহিলা প্রতিবাদ করলে, টালিগঞ্জ ফাঁড়ির কাছে তাঁকে বাইক থেকে নামিয়ে দেন চালক। নির্যাতিতা মহিলা রাতেই স্থানীয় চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর তদন্তে নেমে চালককে গ্রেপ্তার করে। ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে, আদালত তাকে ৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন।