কিশোরীকে যৌন হয়রানি, যুবকের কারাদণ্ড, জরিমানার নির্দেশ কোর্টের
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অপরাধে এক যুবককে সাড়ে তিন বছর কারাদণ্ডের আদেশ দিল আদালত। আসামির নাম রাজকুমার দাস। শুক্রবার কলকাতা নগর দায়রার বিশেষ পকসো আদালত এই নির্দেশ দিয়েছে। বিচারক এই সাজার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিনমাস হাজতবাসের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতাকে ক্ষতিপূরণ বাবদ আড়াই লক্ষ টাকা দেওয়ার জন্য লিগ্যাল এইডকে নির্দেশ দেন বিচারক। সরকারি আইনজীবী সাকির হোসেন বলেন, ২০২১ সালে জোড়াসাঁকো থানা এলাকায় এই ঘটনা ঘটে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিস ওই যুবককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়। কিশোরী বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয়। শুনানি শেষে আদালত অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে।