• সল্টলেকে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে এক বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানা এলাকায় একটি আবাসনের ক্যাম্পাসে উদ্ধার হয় তাঁর দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বিকেলে ফেরেন ওই পড়ুয়া। কিছুক্ষণ বাদে তাঁর দেহ নীচে পড়ে থাকতে দেখা যায়। আবাসিকরা ওই ছাত্রকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ঘণ্টা দুয়েক তাঁর চিকিৎসা হয়। মৃত্যুর আগে পুলিসকে দেওয়া জবানবন্দিতে ওই ছাত্র জানিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ে তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছে। পুলিসের অনুমান, উপর থেকে ঝাঁপ দিয়ে থাকতে পারে ওই ছাত্র।
  • Link to this news (বর্তমান)