• কোন্নগরে বধূ খুন, ঘটনাস্থলে ফরেনসিক
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কোন্নগরের কানাইপুরে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শুক্রবার অকুস্থলে আসে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। ওই বাড়ির ভিতর ও বাইরের বিভিন্ন জায়গা ঘুরে ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তাঁরা। গত বুধবার সন্ধ্যায় কানাইপুরে নিজের ঘরে গুলিবিদ্ধ হন গৃহবধূ মৈত্রী বারুই। সেই সময় ঘরেই ছিল তাঁর স্বামী প্রসেনজিৎ বারুই ও পাঁচ বছরের পুত্র সন্তান। গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই অভিযুক্ত প্রসেনজিৎকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিস। তাকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিসের আধিকারিকরা। শুক্রবার সকালে কানাইপুরে আসে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।
  • Link to this news (বর্তমান)