বিধান সরকার: প্রাণ কাড়ল সেই মোবাইল-ই! কাশ্মীরে ঝরনা ছবি তুলতে গিয়ে পা পিছলে সটান খাদে। মৃত্যু হল পর্যটকের। শোকের ছায়া হুগলির দাদপুরে।
স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম দেবব্রত ঘোষ। বাড়ি, দাদপুর থানার মাকালপুর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারী তলায়। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। শিবাইচণ্ডী স্টেশনের কাছে বিভিন্ন রকমের বীজের দোকান। বীজ কোম্পানির সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন দেবব্রত। কবে? রবিবার। গতকাল, বৃহস্পতিবার পহেলগাঁওয়ে মনোরম দৃশ্য মোবাইলবন্দি করছিলেন দেবব্রত। একটি ধরনার ছবি তুলতে গিয়ে পা পিছলে পাথরের উপর পড়ে যান তিনি। চোট লাগে মাথায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক।
বাড়িতে রয়েছেন বাবা-মাস স্ত্রী ও দুই মেয়ে আছে। এক মেয়ের অবশ্য বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী অসুস্থ। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ, শুক্রবার গভীর রাতে দমদম বিমানবন্দরে দেহ আসবে। কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ-সহ বেশ কয়েকজন।