• পুরুলিয়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার প্রধান শিক্ষক
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুড়িয়া থানার শিমুলিয়ায়। গতকাল, শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিতুড়িয়া থানার পুলিস।


    পুলিস সূত্রে খবর, ধৃতের নাম নাম জিতেন মণ্ডল। সে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ, জিতেন বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অভভ্য আচরণ করত। পাশাপাশি, কুরুচিকর ভাষায় কটুক্তিও করত তাদের। এই ঘটনাগুলি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অবিভাবকেরা। এরপর গতকাল তাঁরা বিদ্যালয়ের মধ্যে জিতেনকে তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে তড়িঘড়ি  ঘটনাস্থলে পৌঁছয় নিতুড়িয়া থানার পুলিস। তারা জিতেনকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিন সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পকসো আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।


    জিতেনকে আজ, শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে খবর। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (বর্তমান)