বৃষ্টির মধ্যে হুকিং করতে গিয়ে চরম পরিণতি, মৃত্যু হল একই পরিবারের ৪ জনের
হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৪
বৃষ্টির মধ্যে হুকিং করতে গিয়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুসহ একই পরিবারের ৪ জনের। ঘটনা শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির গজলডোবার টিকিমারি এলাকার। শুক্রবার সন্ধ্যায় হুকিং করতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি হয় তাঁদের। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।
পড়তে থাকুন - ‘আমি ব্লাড রিলেশনদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না’, গ্রামের বাড়িতে এসে বিস্ফোরক অনুব্রত
জানা গিয়েছে গজলডোবার ভোরের আলো প্রকল্পের কাছে টিকিমারি গ্রামের বাসিন্দা মিঠুন দাস , মা বাবাকে বাঁচাতে যান মিঠুনবাবু। তখন তাঁর কোলে ছিল ৩ বছরের ভাগ্নে সুব্রত অধিকারী। তড়িদাহত হয়ে তাঁদেরও মৃত্যু হয়।
তাঁদের আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ৪ জনকে হাসপাতালে পাঠান তাঁরা। সবাইকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় বিজেপি নেতা বলেন, ‘ঘটনার কথা শুনে পরেশবাবুর বাড়িতে ছুটে যাই। দেখি বৃষ্টির মধ্যে ৪ জনের দেহ উঠোনে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখা যায় না। বৃষ্টির মধ্যে হুকিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মানুষকে হুকিং সম্পর্কে সচেতন করা হলেও অনেকে শোনে না। তার চরম মূল্য দিতে হল পরিবারটিকে।’
ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত জানান, ‘মর্মান্তিক ঘটনা। ৪টি দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।’