• বহুতলের নিচে ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার বিধাননগরে
    হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সরকারি আবাসনের নিচে উদ্ধার হল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ। সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনের ঘটনা। প্রাথমিক অনুমান, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর কুড়ির ওই ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দ্রুত ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোন রহস্য তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।


    পড়তে থাকুন - ‘‌আমি ব্লাড রিলেশনদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না’‌, গ্রামের বাড়িতে এসে বিস্ফোরক অনুব্রত

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিধান নগর দক্ষিণ থানায় খবর আসে, FF ব্লকে সেচ আবাসনের বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। এরপরই পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম গৌরব দত্ত , নিউটাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি।


    তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনও ঝামেলা হয় গৌরবের, এছাড়া প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিল গৌরব। তবে কীভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)