• পুরুলিয়ায় লরি-টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ স্কুল পড়ুয়া সহ ১০
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: লরি এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ন’জন স্কুল পড়ুয়া। জখম টোটো চালকও। আজ, শনিবার সকালে পুরুলিয়ার পাড়া থানার ঝাপড়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।


    পুলিস সূত্রে খবর, এদিন পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর দিয়ে ন’জন স্কুল পড়ুয়াকে নিয়ে টোটোটি যাচ্ছিল। ঝাপড়া মোড়ের কাছে পৌঁছতেই উল্টো দিক থেকে রঘুনাথপুরগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ধাক্কা মারে টোটোটিকে। উল্টে যায় টোটো। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের স্থানীয় মানুষজন। গুরুতর আহত অবস্থায় টোটোর চালক এবং স্কুল পড়ুয়াদের তাঁরা উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে দু’জন স্কুল পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্র রেফার  করা হয়েছে বলে খবর।


    এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাড়া থানার পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনার পর থেকে লরি চালকের কোনও হদিশ মেলেনি। পুলিস গোটা বিষয়টার তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে লরি চালকেরও।
  • Link to this news (বর্তমান)