শিলিগুড়ি বিধান মার্কেটে ভয়াবহ আগুন, পুজোর মুখে ব্যাপক ক্ষতির আশঙ্কা
প্রতিদিন | ২৮ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ আগুন। শনিবার সকালে আগুন লাগে মার্কেটে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। একটি কাপড়ের দোকান থেকে আগুন লেগেছে বলে অনুমান। পুজোর মুখে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ১০টার পর মার্কেটে আগুন লাগে। একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে। দ্রুত সেই আগুন আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই ৮ থেকে ১০টি দোকান। কী থেকে আগুন স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন মেয়র গৌতম দেব।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]