• আদিবাসী মহিলার শ্লীলতাহানিতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
    হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ফের রাজ্যে নারীবিরোধী অপরাধে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার। এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ। অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতে চেয়েছে পুলিশ।


    পড়তে থাকুন - ‘‌আমি ব্লাড রিলেশনদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না’‌, গ্রামের বাড়িতে এসে বিস্ফোরক অনুব্রত

    আউসগ্রাম থানার অন্তর্গত বেরেন্ডা পঞ্চায়েতের নৃপতি গ্রামে আদিবাসী বধুকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। বধূ অভিযোগ করলে শুক্রবার গভীর রাতে আউসগ্রাম থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। শনিবার তাকে বর্ধমান জেলা আদালতে পাঠানোর আগে শারীরিক পরীক্ষা করাতে বননব গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিন বর্ধমান আদালতে তোলা হয় অভিযুক্তকে।

    আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল লালবাজার। তার পর থেকে রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। মুখ পোড়ার পর কলকাতার সমস্ত থানার কাছে সিভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ে পাঠিয়েছে লালবাজার। তার পরও রাজ্যে বিভিন্ন জায়গা থেকে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে উঠছে গুরুতর সব অভিযোগ।


    রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের নামে তৃণমূল কর্মীদের পিছনের রাস্তা দিয়ে প্রশাসনের অংশ করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম পরীক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নানা ক্ষমতা। যার অপব্যবহারের ফলে সমাজে গভীর প্রভাব পড়ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)