• দেওয়াল ভাঙার কথা জানত জুনিয়ররা! 'প্রমাণ' দেখাল TMC, RG করেই ময়নাতদন্ত চান বাবা?
    হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • প্রথম নথি: ‘আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেই ময়নাতদন্ত করতে হবে।’

    দ্বিতীয় নথি: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম লাগোয়া ঘরে সংস্কারের জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তাতে তিনজন নার্স এবং তিনজন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর ছিল।

    এমনই দুটি নথি কাজ শুরু হওয়ায় তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল, সেটা নিয়েই পালটা জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তাঁরা।

    তৃণমূলের তথ্যপ্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস একটি স্বাক্ষরিত নথি পোস্ট করে অভিযোগ করেন, ‘আরজি করের স্বাস্থ্যকর্মীরা রেস্টরুমের দাবি তুলেছিলেন। নয়া নির্মাণকাজ এবং পুনর্নির্মাণের জন্য একটি প্রস্তাবনা গৃহীত হয়েছিল। তাতে তিনজন জুনিয়র ডাক্তার এবং তিনজন নার্স স্বাক্ষর করেছিলেন।’


    সেইসঙ্গে তৃণমূলের তথ্যপ্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, ‘তাহলে এত অবাক হওয়ার কী আছে? কেন এমন করা হচ্ছে যে কোনও ডাক্তারই সেই নির্মাণকাজের বিষয়ে জানতেন না? তথ্যপ্রমাণ লোপাটের ষড়যন্ত্রের জন্যই সেই কাজটা করা হয়েছিল?’

    আরও একটি নথি দেখিয়ে ডাক্তারদের নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সাংবাদিক সঞ্জয় ভদ্রের পোস্ট করা সেই নথির বয়ান অনুযায়ী, যেদিন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, সেদিন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরদের তরফে যে চিঠি লেখা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে পাঁচটি শর্তে তাঁরা নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করতে দেবেন।


    ওই নথির বয়ান অনুযায়ী, আর প্রথম শর্তে উল্লেখ করা হয়েছিল যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকদের ময়নাতদন্ত করতে হবে। আর সেই চিঠিতে জুনিয়র ডাক্তার এবং নির্যাতিতার বাবার স্বাক্ষর ছিল বলে দাবি করা হয়েছে। 

    উল্লেখ্য, যে হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, সেখানেই ময়নাতদন্ত করা হওয়ার বিষয়টি নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠেছিল। সেইসঙ্গে সূর্যাস্তের পরে ময়নাতদন্ত কেন করা হয়েছিল, কী কারণে এত তাড়াহুড়ো করা হয়েছিল, সেইসব নিয়েও একগুচ্ছ প্রশ্ন উঠেছে। 

    আরও পড়ুন: RG Kar Rape Case Trial in Court: 'আমাদের কোনও জাদুকাঠি নেই…..', RG কর মামলায় সাফ কথা CBI-র, সন্দীপরা গেলেন জেলে
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)