দ্বিতীয় দিনের পর কি বৃষ্টির বলি হবে কানপুর টেস্টের তৃতীয় দিনও? কী বলছে পূর্বাভাস
হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৪
লাগাতার বর্ষণে ভেসে গিয়েছে কানপুরে ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সকাল থেকে নাগাড়ে বৃষ্টিতে এদিন এক বলও খেলা হয়নি। কিন্তু রবিবার কি খেলা হবে কানপুরে? না কি দ্বিতীয় দিনের মতো বৃষ্টির বলি হবে আরও একটা দিন? আবহাওয়ার পূর্বাভাস কিন্তু তেমন আশার খবর দিচ্ছে না।
পড়তে থাকুন - ‘আমি ব্লাড রিলেশনদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না’, গ্রামের বাড়িতে এসে বিস্ফোরক অনুব্রত
শনিবার কানপুর টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেই নাগাড়ে বৃষ্টিতে মাঠের ওপর থেকে কভার সরানো যায়নি। সকালে নির্ধারিত সময়ে মাঠে এসে খেলা শুরুর জন্য অপেক্ষা করতে থাকে ২ দল। বেলা গড়ালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রথমে টিম হোটেলে ফিরে যায় ভারতীয় ক্রিকেট দল। কিছুক্ষণ পর একই পথ ধরে বাংলাদেশ ক্রিকেট দলও। তার পরও নাগাড়ে হয়ে গিয়েছে কানপুরে। যার ফলে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করেন ম্যাচ রেফারি।
পূর্বাভাস বলছে, রবিবারও কানপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কানপুরে। বেলা বাড়লে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও সন্ধের আগে বৃষ্টি থামার সম্ভাবনা কম। যার ফলে রবিবাররে খেলাও বৃষ্টির বলি হতে পারে। নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাস্প বাতাসে ঢুকে পড়ায় এই বৃষ্টি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে সোমবারও কানপুরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। যার জেরে স্পিনাররা সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। ওদিকে বিকেলে কম আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। শুক্রবার গোটা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ।