• সল্টলেকে সেচ দফতরের আবাসনের ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু কলেজ পড়ুয়ার, তদন্তে পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • সল্টলেকে এক কলেজ পড়ুয়ার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। একটি সরকারি আবাসনের পাঁচ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন কলেজ পড়ুয়া ওই তরুণ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কলেজ পড়ুয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বন্ধুদের সঙ্গে ঝামেলার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সল্টলেকের সেচ দফতরের আবাসনে।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বেলায় আচমকা আবাসনে বিকট আওয়াজ শুনতে পান আবাসিক এবং স্থানীয়রা। তখন স্থানীয়রা আবাসনের এবং অন্যান্য বাসিন্দারা বেরিয়ে এলে তারা পড়ুয়ার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তারাই পড়ুয়াকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিকে, এই ঘটনায় পরিবারকে খবর দেওয়া হয়। তারাও সেখানে পৌঁছন। 

    পুলিশের অনুমান, আবাসনের পাঁচতলার ছাদ থেকে ওই কলেজ পড়ুয়া ঝাঁপ দেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছিল। তাই নিয়ে মানসিক অবসাদে এই পদক্ষেপ করেছে পড়ুয়া। স্থানীয়দের বক্তব্য, বিকট আওয়াজ পাওয়ার পরেই আবাবসনের পাম্প অপারেটর এবং দুজন নিরাপত্তারক্ষী বাইরে বেরিয়ে আসেন। সেখানে গিয়ে তারা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পড়ুয়া। তারাই তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। 

    এদিকে, পরিবারের দাবি, একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। যদিও কী কারণে যুবক এই চরম পদক্ষেপ নিয়েছেন? এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ হয়েছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ওই পড়ুয়া যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সেই বিশ্ববিদ্যালয়ের বাইরের ফুটপাতে কোনও একটি বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে তার অশান্তি হয়েছিল। আর তার জেরে হতাশায় ভুগছিলেন তিনি। সেই হতাশা থেকেই আবাসনের ছাদ ঝাঁপ দেন তিনি। পুলিশ মৃতদের ময়নাতদন্ত জন্য পাঠিয়েছে। এর পাশাপাশি কারণ জানতে পুলিশ তার বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া কলেজ পড়ুবার বিষয়ে আরও তথ্য জানতে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কার সঙ্গে কী কারণে ঝামেলা সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)