• মানিকচকে নৌকাডুবিতে নিখোঁজ একাধিক, তল্লাশিতে নামল সিভিল ডিফেন্স
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদা: বন্যা পরিস্থিতির জেরে ফুঁসছে দক্ষিণবঙ্গের একাধিক নদী। বহু এলাকায় রাস্তা এখনও জলের তলায়। ফলে সাধরাণ মানুষের যাতায়াতের ভরসা একমাত্র নৌকা। কিন্তু নৌকা সফরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। শনিবার মালদহের মানিকচকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একাধিক ব্যক্তি। তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযানে নেমেছে সিভিল ডিফেন্স।


    স্থানীয় সূত্রে খবর, এদিন নৌকাটি ভূতনির চর থেকে দক্ষিণ চণ্ডীপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ই কোনও কারণে নৌকাটি উল্টে যায় ও জলে পড়ে যান যাত্রীরা। গঙ্গায় এই সময় ব্যাপক স্রোতের টান থাকায় অনেককেই ভাসিয়ে নিয়ে যায়। তবে কতজন নিখোঁজ সেই সংখ্যা নিশ্চিত ভাবে জানা যায়নি। একইসঙ্গে, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অনেক লোক একসঙ্গে নৌকায় ওঠার চেষ্টা করতেই এই বিপত্তি বাঁধে।   


    প্রসঙ্গত, মালদহের ভূতনির চর এলাকা প্রতি বছরেই বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়। কারণ এই এলাকাকে ঘিরে রয়েছে গঙ্গা ও ফুলহারি নদী। সেতু থাকলেও বর্তমান বন্যা পরিস্থিতিতে তা জলের তলায়। আর সেই কারণেই যাতায়াতের অন্যতম ভরসা নৌকা। কিন্তু স্রোতের টান বেড়ে যাওয়ায় নৌকা সফর নিয়েও আতঙ্কে এলাকাবাসী।
  • Link to this news (বর্তমান)