বাগুইআটি দক্ষিণপাড়া যুব পরিষদ। ৬৫ তম বর্ষে পা দিল এই পুজো। তাদের এবছরের থিম 'ন্যায়দন্ড'। পুজো কমিতি জানিয়েছে, তিলোত্তমার বিচার চেয়ে তাদের এবারের থিম। আর এবারের পুজোয় আন্দোলনরত সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের শ্রদ্ধা জানাতে শুধুমাত্র ডাক্তারদের জন্য করা হয়েছে ভিআইপি পাস এবং ভিআইপি এন্ট্রি। কোনও সেলেব্রিটি এলেও তাঁকে ভিআইপি গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে না। ঢুকতে হবে সাধারণ গেট দিয়েই। তবে বিশেষভাবে সক্ষমদের ভিআইপি গেট ব্যবহার করতে দেওয়া হবে বলে জানিয়েছে। অন্যদিকে রাজারহাটের ‘সিলভার ওক এস্টেট’ আবাসনের বাসিন্দারা এ বারের দুর্গাপুজো উৎসর্গ করবেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ধর্ষিত ও নিহত তরুণী চিকিৎসককে। ওই আবাসনের পুজো কমিটি জানিয়েছে, মণ্ডপের এক জায়গায় রাখা থাকবে নিহত চিকিৎসকের একটি প্রতীকী ছবি। পুজো উদ্বোধনের দিন থেকে পুজোর সব ক’টা দিন, ওই ছবিতে মালা দিয়ে তাঁকে সম্মান জানাবেন, তাঁকে স্মরণ করবেন আবাসনের সবাই।
অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে পুজোতেও তিলোত্তমার জন্য পথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার ভোর ও অষ্টমীর রাত দখলের ডাক দিয়েছেন তাঁরা। আগের মতোই এবারও যাতে সবমহলের মানুষ এই ডাকে সাড়া দেন সেই আহ্বানও জানানো হয়েছে।