• বাজারের চেয়ে অনেক সস্তায় সবজি! ‘সুফল বাংলা স্টল’ শুরু গড়িয়াহাটে, জ‍্যোতি আলু থেকে পেঁয়াজ-রসুন
    News18 বাংলা | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • কলকাতা: বাজারে আগুন সবজির দাম। তার মাঝেই শনিবার থেকেই শুরু হল মূল্যের সবজির সুফল বাংলা স্টল। গড়িয়াহাট মার্কেটে কাউন্সিলর সুদর্শনা মুখার্জি এবং রাজ্য সরকারের কৃষি বিপণন সংস্থার যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যের সবজির এই স্টল উদ্বোধন হল। বাজার চেয়ে অনেক কম দামে এখানে সবজি পাওয়া যাবে বলেই দাবি স্টলের উদ্যোক্তাদের।

    সিঙ্গুরের চাষীদের থেকে সরাসরি গড়িয়া হাটে ক্রেতাদের হাতে পৌঁছে যাচ্ছে একেবারে তাজা সবজি। এমনটাই জানালেন সুফল বাংলা স্টলের উদ‍্যোক্তারা। এই স্টলের সবজির বাজার মূল্যের থেকে যা অনেকটাই সস্তা, এবং যার শেলফ লাইফ আরও অনেকটা বেশি বলে দাবি স্টলের উদ্যোক্তাদের।

    নীচে এই স্টলে কয়েকটি সবজির দামের তালিকা দেওয়া হল:

    গড়িয়াহাট সুফল বাংলা স্টলে সবজির মূল্য:

    জ্যোতি আলু ২৭
    পেঁয়াজ ৪৫
    বেগুন ৫৫
    করলা ৫৪
    বাঁধাকপি ৪৪
    আদা ৮০
    রসুন ২৩০
    টমেটো ৬৪
    ধনেপাতা ৩০০
    লঙ্কা ৯৫
    ক্যাপসিকাম ১১০
    কুমড়ো ২৬
    গাজর ৫৫
    ঝিঙে ৫৪
    কাঁকরোল ৫৯
  • Link to this news (News18 বাংলা)