• রায়দিঘির পুজোতে বিরাট চমক
    News18 বাংলা | ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • রায়দিঘি: এবার কৃষকের হালহকিকতের খোঁজ দেবে রায়দিঘির পুজো। কৃষকের সেকাল ও একালের পার্থক্য ফুটে উঠবে পুজো মন্ডপের গায়ে। অভিনব ভাবনার এই থিমের পুজো দেখতে আপনাকে আসতে হবে রায়দিঘির কাছারিতে।

    এ নিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে গোবিন্দ চন্দ্র মিস্ত্রি জানিয়েছেন, পুজো শুরু হয়েছিল ১৯৪৮ সাল থেকে‌। স্বাধীনতার পর থেকে এই পুজো হয়ে আসছে। অনেক কিছুর স্বাক্ষী এই পুজো। কাছারির এই পুজোমন্ডপের সামনেই তৈরি করা হচ্ছে ধানের গোলা। মন্ডপের ভিতরে রয়েছে নৌকায় করে ধান বয়ে নিয়ে যাওয়ার ছবি‌। সূক্ষ্ম হাতের কাজ-সহ আরও অনেক কিছুই।

    শুধুমাত্র কৃষকদের অবস্থা নয় অনেক সামাজিক বার্তা এই পুজো মন্ডপ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন চিত্তরঞ্জন হালদার নামের এক স্থানীয় বাসিন্দা। তিনি জানিয়েছেন, প্রতিবছর নতুন নতুন থিম তৈরি করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

    পুজো মন্ডপের মধ্যে কৃষক পরিবারে ব্যবহার করা চুলো। কাঠের কাজ থেকে বর্তমান সময়ে কৃষকরা কিভাবে কাজ করে সেই চিত্রও তুলে ধরা হবে। সব মিলিয়ে এবছর এই পুজো সকলের কাছে নতুন এক দিক উন্মুক্ত করবে।
  • Link to this news (News18 বাংলা)