• পুষ্পাঞ্জলি থেকে কুমারী পুজো, জেনে নিন বেলুড় মঠের দুর্গাপুজোর নির্ঘণ্ট
    এই সময় | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • স্বামী বিবেকানন্দের উদ্যোগে শুরু হয়েছিল বেলুড় মঠের দুর্গাপুজো। বৈদিক প্রথা মেনে দুর্গাপুজো করা হয় বেলুড় মঠে। চিরাচরিত নিয়ম মেনে সাবেকিয়ানা বজায় রেখে আয়োজন হয় মায়ের পুজোর। লক্ষ লক্ষ দর্শনার্থী হাজির হন মঠের পুজো দেখতে। জেনে নিন, এই বছরের পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।মঠের তরফে জানানো হয়েছে আগামী ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ আশ্বিন ১৪৩১ অর্থাৎ ৯, ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, মাতৃ আরাধনার দিনগুলোতে আগত ভক্ত ও দর্শকরা দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন। বেলুড় মঠের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সব ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে৷

    নির্ঘণ্ট কী?

    আগামী ৯ অক্টোবর বুধবার দেবীর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়। ওই দিনই দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে।আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পুজো শুরু হবে ভোর সাড়ে ৫ টায়। এরপর নবপত্রিকাস্নান ও মহাস্নান।আগামী ১১ অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমীর দেবী আরাধনা। মহাপুজো শুরু হবে সকাল সাড়ে ৫ টায়। কুমারী পুজো হবে সকাল ৯ টায়। সন্ধি পুজো হবে বেলা ১১টা ৪৩ থেকে। শেষ হবে দুপুর ১২:৩১-এ।আগামী ১২ অক্টোবর শনিবার মহানবমীর পুজো শুরু হবে ভোর সাড়ে ৫ টায়।আগামী ১৩ অক্টোবর রবিবারই প্রতিমা বিসর্জন। দেবীর বিজয়ার পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। বিসর্জন হবে বিকেলে।

    শুধু এদেশেরই নয় বিদেশ থেকেও বহু ভক্ত আসেন বেলুড় মঠের পুজো দর্শন করতে। চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজোর মাধ্যমে শুরু হল উমার আবাহন। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পুজো ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে ইউটিউবে সরাসরি সম্প্রচার লিঙ্কটি পেয়ে যাবেন ভক্তরা।
  • Link to this news (এই সময়)