• পুজোয় দুর্ঘটনা রুখতে রাজ্যে চালু হবে ৯৬টি অস্থায়ী দমকল কেন্দ্র, জানালেন সুজিত
    হিন্দুস্তান টাইমস | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি। সাধারণত মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তার জন্য প্রতিবারই পুজোর সময় অতিরিক্ত বা অস্থায়ী দমকল কেন্দ্র চালু করা হয়। শহর বা শহরতলিতে কোনও দুর্ঘটনা ঘটলে পুজোর দিনগুলিতে দ্রুত পদক্ষেপ করে এই অস্থায়ী দমকলগুলি। এবার মণ্ডপের নিরপত্তার জন্য প্রায় ১০০ কাছাকাছি অস্থায়ী দমকল চালু করতে চলেছে অগ্নি নির্বাপণ ও জরুরী পরিষেবা দফতর। রাজ্যজুড়ে প্রায় ৯৬ টি অস্থায়ী দমকল কেন্দ্র গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।


    মন্ত্রী জানিয়েছেন, এই দমকল কেন্দ্রগুলিতে সবসময়য়ের জন্য কর্মীরা মোতায়েন থাকবেন। এছাড়া আগুন নেভানোর জন্য সবরকমের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে এই কেন্দ্রগুলিতে। যার মধ্যে রয়েছে জলের ট্যাঙ্ক, বাইক বাহিনী সহ অগ্নি নির্বাপণের অন্যান্য সরঞ্জাম। পুজোর প্রস্তুতি নিয়ে গতকাল নিউটাউনে অ্যাকশন এরিয়া ১- এ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন সুজিত বসু।  সেখানে তিনি জানান, পুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ৯৬ টি অস্থায়ী দমকল কেন্দ্র চালু করা হবে। ইতিমধ্যেই কলকাতায় ১৩ অস্থায়ী কমিটি চালু করা হয়েছে। উল্লেখ্য বর্তমানে রাজ্যে ১৬২ টি স্থায়ী ফায়ার স্টেশন রয়েছে। এছাড়া ১০টি অতিরিক্ত ইউনিট সবসময়ের জন্য মোতায়েন থাকে। এই সমস্ত অস্থায়ী কেন্দ্রের কর্মীরা আগুন লাগার খবর পেলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাবেন।

    সুজিত বসু জানান, রাজ্য সরকারের লক্ষ্য হল ২০০ টি ফায়ার চালু স্টেশন করা।  ইতিমধ্যেই দুটি ফায়ার স্টেশন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। সেগুলি শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়া দমকল কর্মীদের জন্য ৫০টি বাইক উদ্বোধন করা হবে। মন্ত্রী আরও জানান, দুর্গা পুজোর সময় পরীক্ষামূলকভাবে ২০টি সিম যুক্ত ওয়াকিটকির মাধ্যমে জেলাগুলোর কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। ফলে কোনও জেলায় আগুন লাগলে কলকাতা থেকেই সেই খবর পেয়ে যাবেন আধিকারিকরা।  এদিকে, কলকাতা সহ জেলাগুলিতে প্রতিবারের মতো এবারও পুজোর আগে মণ্ডপ পরিদর্শন করে সব কিছু খতিয়ে দেখবেন আধিকারিকরা। আগামী সোমবার তারা পরিদর্শনে যেতে পারেন বলে জানা গিয়েছে। পাশপাশি অগ্নি নির্বাপণ লাইসেন্স নবীকরণ আরও সহজ করা হয়েছে বলে জানান মন্ত্রী। সুজিত বসু জানান, এরফলে ব্যবসায়ীদের আরও সুবিধা হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)